লন্ডন: শুক্রবার, ৭ই পৌষ ১৪২৩।। তসলিমা নাসরিন আমাদের কাছে গত হয়ে যাওয়া একটি বিষয়। তসলিমা নাসরিনকে আমরা হেনস্তা করতে কম করিনি। আমাদের দেশের অনেকের দৃষ্টিতে তসলিমা নাসরিন একজন ধর্ম বিচ্যুত মানুষ। তসলিমা কিন্তু তা বলেননি। তিনি বলেন তিনি ধর্মবিশ্বাসী মানুষ নন। তিনি ধর্মের চেয়ে মানবতাকে বেশী গুরুত্ব দেন। তিনি মনে করেন মানবতাবাদই একটি আসল ধর্ম। মানুষকে সকল ধর্মের উর্দ্ধে উঠে মানবতাবাদী হওয়া এখন সময়ের প্রয়োজন। তসলিমা অতীত হয়তো ঠিক। কিন্তু তার কথা, তার চেতনা কোনদিনই অতীত হয়ে থাকার বিষয় নয়। সময়ের সকল বিরুধীতা কাটিয়ে উঠে তসলিমা একদিন আমাদের মাঝে আবার জেগে উঠবেন বলে আমরা মনে করি। আর তাই এই ভিডিও-এর উপস্থাপনা। দেখুন তসলিমা কি বলেন-