মৌলভীবাজার অফিস।। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীলদের ডাকা আজকের (বৃহস্পতিবার) হরতালের সমর্থনে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে বামপন্থীদের ডাকা হরতালের সমর্থনে শহরের চৌমোহনা থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমোহনায় এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ। বক্তব্যে তিনি হরতাল পালনের জন্য সবার প্রতি আহবান জানান।
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও বামমোর্চা।
প্রসুতি নারীর সেবায় মৌলভীবাজারে এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়ে গেল বুধবার দুপুরে জেলা ইপিআই ভবনে। স্বাস্থ্য মন্ত্রনারয়ের আয়োজনে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী’র সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ ইসমাইল ফরুক, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো। বক্তব্য দেন- বিএমএর সভাপতি সাব্বির হোসেন চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের (মৌলভীবাজার) মহাপরিচালক আব্দুস সোবহান, ডাঃ সুধাকর কৈরি প্রমূখ। সভায় মাতৃমৃত্যু কমিয়ে নিরাপদ প্রসব, প্রসব পূর্ব ও প্রসব উত্তর নারীদের সেবা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এর উপর জোর দেন বক্তারা। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, গাইনী, আবাসিক মেডিকেল অফিসারসহ ৬০ জন উপস্থিত ছিলেন।