আব্দুর রহমান শাহীন।। রাত পোহালেই বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনকে ঘিরে এখনো নির্বাচনী এলাকায় চলছে নীরব প্রচারণা! অনেক প্রার্থী এখনো তাদের ভোটকে নিশ্চিত করতে কাঙ্ক্ষিত ভোটারদের নিকট গোপনীয় ভাবে যোগাযোগ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, এ নির্বাচনে বেসামাল কালো টাকার ছড়াছড়ি হচ্ছে।
নির্বাচনকে ঘিরে অনেক ভোটারই তাদের ভাগ্য বদল করে নিচ্ছেন। এলাকায় সর্বত্র সুরের মূর্ছনায় চায়ের গরম কাপে চুমুকের তুফান তুলে চলছে ভবিষ্যতের হিসেব নিকেশ। কে পরবেন নির্বাচন শেষের বিজয় মালা। সর্বশেষ আলোচনায় চলে এসেছে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাসুক আহমদ এবং বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফয়াজ আলীর নাম। তবে সাধারণ ভোটারদের ধারণা ফয়াজ আলী ও মাসুক আহমদের হাড্ডাহাড্ডি ভোট লড়াই হবে। শেষ মুহুর্তে কে কত ভোটের ব্যবধানে শেষ হাসি হাসছেন, তা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে উপজেলার সকল মহলের মানুষজন। নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক।