লণ্ডন।। টিভি নাট্যকার খালেদ চৌধুরীর সম্মানে লণ্ডনের “জাগো শাহবন্দর” ওয়াটসেপ গ্রুপ এক সম্মাননা সভার আয়োজন করে। লণ্ডন, কেমডেন শহরের ড্রুমণ্ড স্ট্রীটের ‘চাটনি’ রেস্তোরাঁয় আজ মঙ্গলবার ২৪শে এপ্রিল সন্ধ্যা ৭টায় আয়োজিত উক্ত সভায় খালেদ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শাহবন্দর যুব সংস্থা ও জাগো শাহবন্দর ওয়াটসেপ গ্রুপের সকল কর্মীবৃন্দ। এর পর শুরু হয় খালেদ চৌধুরী, তার কর্ম , ওয়াটসেপ গ্রুপ ও শাহবন্দর এলাকা ভিত্তিক বিষয়ের উপর আলোচনা। এতে আলোচকগন খালেদ চৌধুরীর নাট্যকর্মসহ সমাজ ও সংস্কৃতি উন্নয়নে তার সৃষ্টিধর্মী কাজকর্মের ভূয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন।
বক্তব্যে অংশ নেন সৈয়দ আহমদ, ইসতিয়াক আহমদ, আব্দুল বাকী সুহেল, মোহাম্মদ রেজাউল করিম রাজা, শাহী আহমদ, সেলিম আহমদ সোহেল, মুকিত আহমদ, জুবের আহমদ, খোকন আহমদ, জুবেল আহমদ, জুবের আহমদ, আব্দুস শহীদ সাইদ, জিলানী চৌধুরী, হারুন আহমদ, তৌহিদ চৌধুরী, হারুনূর রশীদ ও খালেদ চৌধুরী। সভার শুরুতে কোরাণ থেকে পাঠ করেন আব্দুল বাকী সুহেল। সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তকথা সম্পাদক, লেখক সাংবাদিক গবেষক হারুনূর রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলার জিলানী চৌধুরী জিবু, হারুন আহমদ ও তোয়াহিদ চৌধুরী। সভায় একটি স্বলিখিত সম্মাননাপত্র পাঠ করে খালেদ চৌধুরীকে উপহার দেন কবি আতাউর রহমান মিলাদ। সভায় সভাপতিত্ব করেন মোশাহিদ আহমদ এবং পরিচালনা করেন রফিকুল ইসলাম রেণু। সভায় সান্ধ্যভোজের আয়োজন ছিল তৃপ্তিদায়ক।