লণ্ডন।। গত শুক্রবার, ২২শে জুন লণ্ডনের চার্লটন স্ট্রিটের “সোমার্সটাউন কফি হাউস” নামের একটি সুরিখানায়(পাব) আগুন ধরে যায়। আগুনে মানুষের কোন প্রানহানী ঘটেনি। তবে আগুনের কারণে ঘন্টা তিনেকের জন্য নির্দিষ্ট ওই রাস্তা বন্ধ করে রাখা হয়। আগুনের চেয়ে ধোঁয়া দেখা যায় বেশী। সারা এলাকার আয়তাকারে প্রায় ২শত গজ জুড়ে রাস্তা ধূঁয়ার ঘিরে ফেলে।
গণমাধ্যম ও বিভিন্নজনের টুইটার থেকে জানা, ১০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন ও ৭২জন দমকল বাহিনীর কর্মীকে কিংসক্রস ও ইউষ্টন এলাকায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান অকুস্থলে এ্যাম্বুলেন্সও এসেছিল। “প্লট ১০” নামের স্থানীয় একটি স্কুল রাত ১০টায় ছোট ছোট শিশুদের কয়েকঘন্টা অবস্থানের জন্য তাদের স্কুলের দরজা খুলে দেয়। ধূঁয়ার কারণে এসব মানুষ ঘর থেকে প্রানভয়ে বেরিয়ে আসে। গণমাধ্যমে ছবিসহ আগুন ও ধূঁয়ার ছবি বিপুলভাবে ছড়িয়ে পড়ে।