মুক্তকথা সংবাদকক্ষ।। যুক্তরাজ্যে ড্রোনের কারণে গ্যাটউইক বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয়া হয় লণ্ডন সময় গত বুধবার রাতে। ফলে, প্রায় ১০ হাজার যাত্রী বিভিন্ন নমুনার ভোগান্তিতে পড়েন। এ ঘটনার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই বলে বিমানবন্দর কর্তৃপক্ষ বিবিসি’কে বলেছে। বিবিসি আজ এ খবর দিয়েছে।
জানা যায় যে লণ্ডন সময় রাত ৯টায় দুটি ড্রোন নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। দেখা যাচ্ছিল, রানওয়ের কন্ট্রোল রুমের দিকেই আসছে দুটি ড্রোন। এরপরই রানওয়ে বন্ধ করে দেয়া হয়। পুনঃ রানওয়ে খুলে দেয়া হলে ৪৫ মিনিট পর আবার ড্রোন দুটি নজরে আসলে রানওয়েটি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়। এ সম্পর্কে গ্যাটউইক চিফ অপারেটিং অফিসার বিবিসি কে বলেন, ড্রোনের অপারেটরদের খুঁজছে পুলিশ। তাদের পাওয়া গেলেই সমস্যার সমাধান হবে। সংবাদ সূত্র-বিবিসি