মুক্তকথা সংবাদকক্ষ।।
লেবাননের বৈরুত নগরীর মানব বসতির বয়স কম হলেও ৩০০০ বছর আগের। বিশ্বের আদি বসতির একটি এই বৈরুত নগরী। এখন বৈরুত হলো লেবাননের রাজধানী। লেবাননের প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্রিয়া-কর্মের মূল শহর এটি। এ নগরীর ইতিহাস ৫০০০ বছরের পুরানো। কত শত জাতি এখানে এসেছে বসত করেছে। হাজার হাজার বছর আগে রেখে গেছে তাদের ঐতিহ্যের কাহিনী, মানব সভ্যতার ইতিহাস গড়ে তোলায় তাদের মহামূল্য পদচিহ্ন।
আধুনিক খনন কাজ মাটির গভীর থেকে তুলে এনেছে সেসব জাতিগুষ্ঠির কাহিনী। এখানে এসেছে রোমান, ফোয়েনেশিয়ান, হেলেনিষ্টিক, অতোমান এবং আরবগন। খৃষ্ট জন্মের আগের ১৪শত শতাব্দীতে মিশরের ফারাহ’দের সাথে বিভিন্ন পত্র যোগাযোগে এই বৈরুতের উল্লেখ আছে উজ্জ্বল অক্ষরে।
দীর্ঘকালের গৃহযুদ্ধের অবসান হয়েছে বেশ আগেই। যুদ্ধের অবসানে এখন বৈরুত হয়ে উঠেছে বিশ্বের অত্যাধুনিক প্রিয় সুন্দরী নগরী। প্রতিদিনই দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, দেখে যায় নিজ চোখে ফেলে যাওয়া অতীতের মৌন মধুর স্মৃতি। ভ্রমনকারীদের প্রেয়সী বৈরুত প্রতি প্রভাতে সাজে আরব সাগরের তীরে, অতিথি মনোরঞ্জনে অবগাহন করে রাত পোহায় তার। নেই কোন অবসর।