মুক্তকথা সংবাদকক্ষ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীর মরদেহ দেখতে গতকাল বিকেলেই ঢাকা ক্যান্টনমেন্টের সমন্বিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) যান। যেখানে রাষ্ট্রদূত আলী ওই দিন ৩০ ডিসেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী দুপুর দু’টার দিকে সিএমএইচে যান। সেখানে তিনি মুয়াজ্জেম আলীর স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
খ্যাতিমান কূটনীতিবিদ সৈয়দ মুয়াজ্জেম আলী অল্প কিছুদিন আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করেন।
এর আগে এক শোক বার্তায় শেখ হাসিনা, সৈয়দ. এম. আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে এবং এর পরে কূটনৈতিক অঙ্গনে আলীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।