পাঠিয়েছেন-
সৈয়দ ছায়েদ আহমদ
শ্রীমঙ্গল বরুণা মাদরাসা’র ছালানা ইজলাস অনুষ্ঠিত, লাখো মানুষের জিকিরে আল্লাহু আল্লাহু ধ্বনিমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঊনিশ শতকের শ্রেষ্ঠতম বুযুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ:প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার বার্ষিক ছালানা ইজলাছ (আন্তর্জাতিক এই মহা সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে। |
বরুণা মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শফিউল আলম ও হাফিয মাওলানা মিসবাহ উদ্দিন যুবায়ের জানান,‘লাখো মানুষের এ আন্তর্জাতিক মহাসম্মেলনে সকাল ১০টা থেকে শেষ রাত বয়ান পেশ করেন ভারতের দারুল উলূম দেওবন্দের প্রধান মুফতি আল্রামা হাবিবুর রহমান ক্বাসেমি,জামেয়া রাহমিনিয়া ঢাকার প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হক,জামেয়া দারুল আরকাম আল ইসলামিয়া বি- বাড়িয়ার প্রিন্সিপাল মুহতারাম শায়খ সাজিদুর রহমান, জামিয়া শেখ বাড়ির প্রিন্সিপাল মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, হাফিজ মাওলানা ওলীউর রহমান বরুণী,জামেয়া দরগাহ সিলেটের শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদি,জামেয়া বরুণার নায়বে ছদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা খুরশেদ আলম ক্বাসেমি ও মাওলানা আশরাফ আলী হরসপুরি।
এছাড়াও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেল শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধক্ষ্য ড.আব্দুশ শহীদ এম.পি,অলিলা গ্লাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: জিল্লুর রহমান ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য মো: আব্দুস সালেক।
দিবা রাত্রব্যাপী এই মহাসম্মেলনে এবং জুমা’আ নামাজে অংশ নিতে শুক্রবার সকাল থেকে দেশি-বিদেশি এবং দেশের প্রত্যন্ত অ ল থেকে ওলী, বুযুর্গ, আলেম-ওলামা, বুদ্ধিজীবি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, সাধারণ মানুষ, হযরত শায়খে বর্ণভী রহ.’র মুরিদানদের আগমনে শ্রীমঙ্গলের বরুণা মাদরাসা ময়দান ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত হয়ে উঠে। যানবাহন ছাড়াও অনেকেই পায়ে হেঁটে আশপাশের লোকজন জুমার নামাজের জামাতে অংশ নিতে হেঁটে বরুণা মাদরাসা ময়দানে আসতে আসতে দেখা যায়।
বাদ জুম্মা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকার ইবাদত বন্দেগিতে বরুনা মাদরাসা ময়দান এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছিলো। এবং শেষরাতে লাখো মানুষের জিকিরে বিমোহিত হয় আল্লাহু আল্লাহু ধ্বনি। আখেরী মুনাজাতে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে, আখেরি মোনাজাতের মাধ্যমে বাদ ফজর সম্মেলন সমাপ্তি হয়।
শ্রীমঙ্গলে মুজিববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিতমৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগীতায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ। শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের ফ্রি চক্ষু শিবির ও ঔষধ বিতরন“সমাজ সেবার মানসিকতায় মানব সেবায় অঙ্গীকারবদ্ধ” এই স্লোগানে উজ্জীবিত হয়ে শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর আয়োজনে ও গিভ আস এ লিফট চ্যারিটি, ইউকে’র সভাপতি আমিনুল ইসলাম এর সহযোগিতায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। এর আগে এ উপলক্ষে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান মামুন’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক কে এস এম আরিফুল ইসলাম’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন, ইডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান সবুজ, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকম-লীসহ সংগঠনের সদস্যরা। |