মুক্তকথা সংবাদকক্ষ।। ৫০ বছর আগের ছবি। ১৯৭০ সালে তোলা হয়েছিল। সাত ভাইয়ের এ ছবিটি তুলেছিলেন কবি গোলাম কবির নিজে। তার নিজের কথায়-“আমার সাংবাদিকতা সময়ের লুবিটাল-২ ক্যামেরায় অটো-স্নেপ দিয়ে কুলাউড়া উত্তরবাজারস্থ আজম মঞ্জিলে আমার তোলা আমাদের সাত ভাইয়ের ছবি।”
ছবিতে পেছনে বসা বাম থেকে ১ম চশমা পরিহিত কবি গোলাম কবির এরপর ৩য় জন গোলাম রব্বানী। ছবি: কবি গোলাম কবিরের সৌজন্যে। |
ছবির পেছনে বসা কবি গোলাম কবিরের বাঁয়ে তিন নম্বর গোলাম রব্বানী। কবির আদরের সেই ভাই গোলাম রব্বানী আজ আর নেই। গত ৫ অগষ্ট শনিবার সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় গোলাম রব্বানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর।
গোলাম রব্বানী স্ত্রী, ১ছেলে ও ১মেয়েসহ বহু ভাই-বন্ধু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি করোণায় আক্রান্ত ছিলেন।