আব্দুল ওয়াদুদ।। “কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্ক্ষী নায়”। বৈঠায় টান দিয়ে মাঝি মাল্লাদের এমন সূর শুনতে কার না ভাল লাগে। জাদুকরী এমন সূরে সূরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা এলাকায় কুশিয়ারা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ বা নৌকা দৌড় প্রতিযোগীতায় এমন গান তুলেছিলেন মাঝি মাল্লারা।
গত মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়কুড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত কুশিয়ারা নদীতে নৌকা বাইচ শুরু হয় বিকাল সোয়া ৩টায়। বাইচ এক নজর দেখতে বৃষ্টি উপেক্ষা করে বালাগঞ্জ সদর ও রাধাকোনা গ্রাম, হামিদপুর ও বেড়কুড়ি গ্রামের নদী পাড়ে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে নৌকাদৌড়টি আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। দীর্ঘ সময়ের বাইচ শেষে নবীগঞ্জ উপজেলার ‘সাজুরতরী’ প্রথম স্থান অধিকার করে একটি রেফ্রিজারেটর পায়। ‘বালার পবন’ দ্বিতীয় স্থান অর্জন করে একটি ২১ ইঞ্চি কালার টিভি পায়। তৃতীয় পুরস্কার হিসেবে একটি ১৭ইঞ্চি কালার টিভি পায় ‘উড়াল পবন’।