1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সৈয়দ মুক্তাদির মারা গেলেন - মুক্তকথা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সৈয়দ মুক্তাদির মারা গেলেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১২৭০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব, জালালাবাদ এ‌সো‌সি‌য়েশন, ঢাকা-এর সা‌বেক সভাপ‌তি, জালালাবাদবাসীর পরম শ্রদ্ধাভাজন অ‌ভিভাবক জনাব সৈয়দ আব্দুল মুক্তাদিৱ আজ সোমবাৱ, ২৬শে অক্টোবৱ, ২০২০ খ্রিস্টাব্দ বিকাল ৫টায় ঢাকাস্থ স্কয়াৱ হাসপাতালে ইন্তেকাল কৱেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি ৱাজিউন।)
মৌলভীবাজার সদরের পশ্চিম প্রান্তিক ইউনিয়ন নাজিরাবাদের বরইউড়ি গ্রামের মানুষ সৈয়দ মুক্তাদির ১৯৬৬সালে মৌলভীবাজার মহাবিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। এর পর বিসিএস সার্ভিসে কেডারভুক্ত হয়ে সরকারী চাকুরীতে যোগ দেন। ‘ডেপুটীবাড়ী’ বলে তাদের বাড়ীর একটি প্রসিদ্ধি রয়েছে।
দেশীয় ইতিহাস সংস্কৃতির প্রতি উৎসাহী সৈয়দ মুক্তাদির শিক্ষকতার পাশাপাশি মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতেন। মহাবিদ্যালয়ের সাহিত্য-সংস্কৃতির বার্ষিক আয়োজন বার্ষিক নাটক মঞ্চায়ন, স্মরণিকা প্রকাশনাসহ বহুমুখী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে করে গেছেন শিক্ষকতার পাশাপাশি। তার মৃত্যুতে শোক ও তার রু‌হের মাগ‌ফিরাত কামনা ও শোকাহত প‌রিবা‌রের প্র‌তি গভীর সম‌বেদনা প্রকাশ করে অনেকেই আমাদের কাছে ফোন করেছেন।
তাদের সাথে আমরাও তার রু‌হের মাগ‌ফিরাত কামনা ও শোকাহত প‌রিবা‌রের প্র‌তি গভীর সম‌বেদনা প্রকাশ করছি।

মধ্য বয়সে সৈয়দ মুক্তাদির। ছবি: মুক্তকথা জীবন সায়াহ্নে সৈয়দ মুক্তাদির। ছবি: মুক্তকথা
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT