মুক্তকথা সংগ্রহ।। বিশ্ব কাঁপানো মহামারী করোণা’কে মোকাবেলার ঔষুধের সন্ধান এবার মনে হয় পাওয়া গেল। অন্ততঃ বৃটেনের গবেষকদের মুখে তাই শুনা যাচ্ছে। বৃটেনের কেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে রাশিয়ায় ইনফ্লোয়েঞ্জার ঔষুধ হিসেবে যে ‘এপরোটিনিন এরোজেল’ ব্যবহার করা হয় সেই ‘এপরোটিনিন এরোজেল’ই কোভিড-১৯ এর মহৌষধ হিসেবে কাজ করবে। শুধু শুধুই আন্দাজ-অনুমান নয় খোদ চিকিৎসায় এই ‘এপরোটিনিন এরোজেল’ কাজে লাগিয়ে সুফল পাওয়া গেছে এমন দাবী গবেষকদের। আর এমন আশা সঞ্চারকারী খবরটি অন্যান্য সংবাদপত্রের সাথে প্রকাশ করেছে ‘নীলকণ্ঠ’ অনলাইন।
করোণা ধরা পড়ার সাথে সাথেই যদি এই ঔষুধ ব্যবহার করা হয় তা’হলে করোণা’র ছড়িয়ে পড়াকে শক্তভাবে আটকাতে সক্ষম এই ঔষুধ। করোণা’কে ক্ষতিকারক রূপ নিতে দেয় না ঔষুধটি বলেই মত দিয়েছেন ওই গবেষকগন।
গবেষকদের এ দাবী যদি সত্যি হয়ে থাকে তা’হলে টিকা আপাততঃ পাওয়া না গেলেও করোণা চিকিৎসায় এক যুগান্তের সৃষ্টি করবে নিঃসন্দেহে। সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা উল্লেখ করে ‘নীলকন্ঠ’ অনলাইন এমন দাবীই করেছে।
|