মুক্তকথা সংবাদকক্ষ।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সাঁত গাঁও এলাকায়, সাতগাঁও রেলষ্টেশনের অদূরে চানমারী নামক স্থানে সিলেট-গামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমান জ্বালানী পড়ে গেছে। দূর্ঘটনাটি ঘটেছে আজ ৭নভেম্বর শনিবার। তেলবাহী ওই ট্রেনের ৭টি বগিই লাইনচ্যুত হয়েছে।
জানা গেছে, ট্রেনটি চট্টগ্রামের পাহাড়তলী থেকে তেল নিয়ে সিলেট যাচ্ছিল। এ খবর লেখা পর্যন্ত বগিলাইনচ্যুত হওয়ার কোন কারণ জানা যায়নি। সংবাদদাতা জানিয়েছেন অবাঞ্চিত দূর্ঘটনা কিন্তু কোন কারণ উল্লেখ করেননি।
এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেলেও কেউ কেউ বলছেন কিছু লোকের প্রানহানীর সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেয়া যায়না। ঐ এলাকার অধিবাসীরা বোতল, বালতি, কলস দিয়ে যে যেভাবে পারছে লাইনচ্যুত তেলের বগিগুলো থেকে বেরিয়ে আসা তেল নিয়ে যাচ্ছে।
এ দূর্ঘটনার ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে এবং কখন তা পুনঃস্থাপিত হবে তা কেউ জানাতে পারেননি।
গণমাধ্যমে থেকে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টা ৪০মিনিটে সাতগাঁও ষ্টেশনের কাছাকাছি চানমারী নামক গ্রামের নিকট তেলবাহী ট্রেনটি পাহাড়ী ঢালে নামার সময় অতিরিক্ত গতির কারণে উল্টে যায়।
ওই সূত্রে জানা যায়, রেলগাড়ীটি মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের তেল নিয়ে সিলেট যাচ্ছিল। এতে ১লাখ ৬০ হাজার লিটার ডিজেল, অকটেন ও কেরোসিন ছিল।
সর্বশেষ জানা গেছে যে একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধারকাজ চালাচ্ছে।
|
|
|