মুক্তকথা সংবাদকক্ষ।। সর্বজনশ্রদ্ধেয় অবসরনেয়া শিক্ষক মোহাম্মদ বদরুজ্জামান কোরেশী চলে গেলেন না ফেরার দেশে(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ৮সন্তানের জনক কঠোর পরিশ্রমী এ শিক্ষক মৌলভীবাজারের ওয়াপদা গেইটস্থ নিজ বাসভবনে গত ১৫ নভেম্বর ভোর ৪:৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও হৃদরোগের চিকিৎসাধীন ছিলেন।
৮ সন্তানের জনক শিক্ষক বদরুজ্জামান কোরেশী রাজনগরের মুশুরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাকালীন শিক্ষক ছিলেন। ‘মরিয়ার বশির মিয়াসাব’ বলেই সকলের কাছে তিনি সুপরিচিত ছিলেন। ব্যস্ত কর্মজীবন শেষে ওই বিদ্যা প্রতিষ্ঠান থেকেই তিনি অবসর গ্রহন করেন।
ব্যবহারে নম্র, আত্মীয়-স্বজন সকলের প্রতি সদয় স্বভাবের ‘বশির মিয়াছাব’ মৃত্যুকালে স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মুশুরিয়া থেকে মৌলভীবাজার শহর অন্যুন ১১মাইল পথ পায়ে হেটে আসা-যাওয়া সিদ্ধপুরুষ ‘বশির মিয়াছাব’এর কাছে কোন কঠিণ কাজ ছিল না। ভরা যৌবনেতো দীর্ঘ পায়ে হাটা তার জীবনের অনুসঙ্গী ছিল। প্রয়োজনে এমন পায়ে হাটায় তিনি অভ্যস্ত ছিলেন। তার ৪ ছেলে ও ২ মেয়ে ইংল্যাণ্ডে বসবাস করছেন। এক ছেলে ফয়সল আহমদ কোরেশী লণ্ডনের ‘রমফোর্ড রোড’এ অবস্থিত ‘আল হারামাইন হজ্জ্ব ও উমরা’ ব্যবসার প্রতিষ্ঠাতা।
|