অন্যায় ইরাক যুদ্ধের জন্য
ব্লেয়ারের বিরুদ্ধে মামলা হবে" />
হারুনূর রশীদ:
বিকাল ৬.৫৭: শুক্রবার ৮ই জুলাই ২০১৬::
ইরাকে যুদ্ধ বাধানোর জন্য প্রধানমন্ত্রী থাকাকালীন টনি ব্লেয়ার তার ক্ষমতার অপব্যবহার করেছেন এমন অভিযোগে তাকে আদালতে উঠতে হবে। ইরাক যুদ্ধে বৃটেনের অগনন সামরিক ক্ষয় ক্ষতি হয়েছে এমন বলেছেন বৃটেনের আইনের সাথে সম্পৃক্ত মহল।
আদালতের মাধ্যমেই টনি ব্লেয়ারকে দেখবো। পাই পাই করে হিসেব নেবো তার সৌভাগ্য সম্পদের যা তিনি কামাই করেছেন ১০নং ডাউনিং স্ট্রিট থেকে সরে যাবার পর। এমন জোরালো শপথবাক্য উচ্চারণ করেছেন ইরাক যুদ্ধে নিহত সৈনিকদের পরিবারবর্গ।