এমদাদুল হক॥ স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিনেই মৌলভীবাজার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এবছর মৌলভীবাজার জেলায়, প্রাথমিক পর্যায়ে প্রায় ২,০৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ লক্ষ্য ২৬ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লক্ষ্য ৫৩ হাজার ৬৬৬ টি বই বিতরণ করা হবে।
মাধ্যমিক পর্যায়ে ২১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লক্ষ্য ৮৭ হাজার ৬৬৫ জন শিক্ষার্থীদের মাঝে ২৭ লক্ষ্য ১০ হাজার ৪৪০ টি বই বিতরণ করা হবে। এছাড়া দাখিল ও এবতেদায়ী পর্যায়ে মোট ৮ লক্ষ্য ৬১ হাজার ৪২০ টি বই বিতরণ করা হবে।
গতকাল ১ জানুয়ারি ২০২১(শুক্রবার) মৌলভীবাজার কেন্দ্র শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়া আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়েও সীমিত পরিসরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
|