মুক্তকথা সংবাদকক্ষ॥ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধিবাসীদের নোয়াগাঁও নামক গ্রামে হেফাজত ইসলামের সমর্থকদের হামলা, লুটপাট ও ভাঙ্গাচুরা ঘটনার ৩৬ঘন্টা পর মামলা হয়েছে। কিন্তু এ খবর লিখা পর্যন্ত পুলিশ এখনও কোন আসামী গ্রেপ্তার করেনি।
এদিকে গ্রামে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বলে সকল গণমাধ্যম লিখেছে।
রাব ও পুলিশের বরাত দিয়ে বিবিসি লিখেছে, নোয়াগাঁও গ্রামের মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে গ্রামে পুলিশ ও রাব’এর দু’টি অস্থায়ী তাবু বসানো হয়েছে।
হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন হিন্দু ধর্মাবলম্বীর একটি মন্তব্যকে কেন্দ্র করে হেফাজত সমর্থকরা ওই গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙ্গাচুরা ও লুটপাট চালায়। তচনচ করে দিয়ে যায় সকল বাড়ী-ঘর। ভেঙ্গে দেয় হিন্দুদের প্রায় ৮টি ছোটখাটো পারিবারিক মন্দির ও মূর্তি। ৮৮টি বাড়ী ভেঙ্গেদিয়ে তচনচ চালায় ও লুটপাট করে নিয়ে যায়। ঘটনার পরদিনই রাব’এর মহাপরিচালক এলাকা ঘুরে দেখেন। মানুষের সাথে কথা বলেন এবং পরে চিহ্নিত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন। সূত্র: বিবিসি ও অন্যান্য গণ ও সংবাদ মাধ্যম
|