মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কর্তৃক বুধবার মাদক দ্রব্য,অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধারে বিশেষ অভিযান চলানো হয়। তাৎক্ষনিক মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার চেয়ারম্যান মার্কেটের মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’র সম্মুখে একটি চোরাই কার রয়েছে এমন খবর পায় তারা। এই চোরাই কার মেরামত করে তা বিক্রয়ের জন্য এখানে তাদের অবস্থান রয়েছে এমনটা জানা যায়। তাৎক্ষনিক ডিবি কর্মকর্তার ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপস্থিতি টের পেয়ে ৩ লোক দৌড়ে পালিয়ে যাবার চেষ্ঠা করলে তাৎক্ষনিক কালো রংয়ের কারসহ (ঢাকা মেট্রো-খ-১৪-০৪৩৬) ওই ৩ ব্যক্তিকে আটক করে ডিবি। আটকৃতরা হলো শ্রীমঙ্গল উপজেলার মৃত আমির মিয়া’র পুত্র মোঃ আল-আমিন মিয়া(২৭), একই উপজেলার মোঃ জরিপ মিয়া’র পুত্র মঈনুল ইসলাম সোহেল(২২), সিলেটের দক্ষিণ সুরমা (এসএমপি) এলাকার মৃত রাজন মিয়া’র পুত্র মোঃ জুনেদ মিয়া(২৭)। উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের সদর মডেল থানায় নিয়ে ডিবি’র এসআই(নিঃ)আজিজুর রহমান নাইম বাদী হয়ে এজাহার (জিডি নং- ১৩৯/২১) দায়ের করেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ বদিউজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুই মাস পূর্বে অজ্ঞাতস্থান থেকে কারটি চুরি করে নিয়ে আসে তারা। বুধবার যন্ত্রাংশ মেরামত করার পর তা বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। |