নিষিদ্ধ সময়ে ভারতে রপ্তানি করতে যাওয়া খুলনার আরিফ সি ফুডের ২ টন ইলিশ জব্দমা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে ৩ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ ধরা, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি প্রজ্ঞাপনও জারি হয়েছে। এর মধ্যেই সোমবার সকালে ভারতে রপ্তানি করতে যাওয়া দুই মেট্রিক টন ইলিশ জব্দ করেছেন মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। ভারতের উত্তর ত্রিপুরায় পাঠানোর জন্য খুলনার আরিফ সি ফুড নামের একটি প্রতিষ্ঠান ট্রাকে করে ইলিশগুলো মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে যায়। জানা যায়, ১ অক্টোবর এই প্রথম চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় ইলিশ রপ্তানি শুরু হয়। ১ ও ২ অক্টোবর দুদিনে ভারতের কৈলা শহরে চার মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়। কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ইলিশ জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, কাস্টমস কর্তৃপক্ষ এই মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এই মাছ চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে এসে পৌঁছাত, তা হলে বিধি অনুযায়ী ভারতে রপ্তানির সুযোগ ছিল। |