মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস সার্ভিসের উদ্বোধনমৌলভীবাজার, ১৪ অক্টোবর ২০২১শুভ উদ্বোধন হয়ে গেল ট্যুরিস্ট বাস সার্ভিসের। পর্যটন জেলা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে ‘ট্যুরিস্ট বাস সার্ভিস’ নামের এই সেবা কাজের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে কাঙ্খিত এ বাস সার্ভিস এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদসহ গণমাধ্যম কর্মীরা। জেলার বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান। জানা যায়, প্রতিদিন দুটি বাস পর্যটন স্পটে আসা যাওয়া করবে। আপাততঃ শ্রীমঙ্গল ও বড়লেখায় যাতায়াত করবে বাস দুটি। অন্যান্য স্পটে যাতায়াত ব্যবস্থার জন্য যাত্রীদের নিজে থেকেই করে নিতে হবে। |