“সকলের জন্য বীমা” এই বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধির জন্য সন্ধানী লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ” এর মৌলভীবাজার জেলা শাখার উদ্যেগে গত শনিবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সন্ধানী লাইফের ডিজিএম ও মৌলভীবাজার শাখা নির্বাহী “কাজী নুরুল আমিন সোহাগ” এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে মৌলভীবাজারের আদি পত্রিকা “সাপ্তাহিক মুক্তকথা” এর ভারপ্রাপ্ত সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের ১নং সদস্য মামুনুর রশীদ বলেন, প্রতিটি নাগরিকের বীমার প্রয়োজন আছে। শিশুদের জন্য বীমা অতি প্রয়োজন। ইউরোপে আমি দেখেছি, সকল নাগরিক বীমার আওতায়।
প্রধান অতিথির বক্তব্যে সন্ধানী লাইফের সিলেট জোনের জিএম মোঃ কামরুজ্জামান মহসিন বলেন, সঞ্চয়পত্র কিনতে হলে এবং ব্যাংকে টাকা জমা দিতে হলে একসঙ্গে বড় অংকের টাকা জমা দিতে হয়। বিপরীতে বীমা কোম্পানিগুলি বছরে-বছরে কিস্তির মাধ্যমে টাকা জমা নিয়ে একসাথে বড় অংকের মুনাফা সহ টাকা পরিশোধ করে থাকে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বীমা এসোসিয়েশন এর আহবায়ক আ স ম ছালেহ সোহেল, প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, ম্যাকডোনাল্ড এর এরিয়া ম্যানেজার “মিনহাজুল ইসলাম, বশির আহমেদ, মোঃ আবদুল মতিন, প্রমুখ।