দূর্গাপূঁজা সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় পূঁজার্চ্চনা। বছরে দু’বার এ পূঁজার্চ্চনা হয়ে থাকে। এর আদি নাম ‘বাসন্তীপূঁজা’। বসন্তকালে হয় বলেই এর পরিচয় বাসন্তী পূঁজা বলে। মূলত: দূর্গাপূঁজা এই বাসন্তীপূঁজারই আরেক নমুনা। রাজা কৃষ্ণচন্দ্র দূর্গা পূঁজার প্রচলন করেছিলেন বলে জানা যায়। দেখুন এবং উপভোগ করুন এর নান্দনিক দিক।