লণ্ডন সোমবার ৬ জুন ২০২২ইং
আজ বিকেল ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাগ্য পরীক্ষা হবে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কি-না সেই আস্তাভোট হতে যাচ্ছে আজ রাতে বৃটিশ সংসদে। কেউই নিশ্চিত করে বলতে পারছেন না আসলে আস্তাভোটের ফলাফল কি হবে। আজ সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত এ আস্তাভোট হবে। রাজ ৯টার দিকে ভোটের ফলাফল জানা যাবে।
বায়ে এমপি নরমেন ডানে বরিস জনসন। তিনিই প্রকাশ্যে বলেছেন যে বরিসকে আর সমর্থন করেন না। ছবি: সংবাদ মাধ্যম থেকে
পেছনসারির রক্ষণশীল এমপিদের ১৯২২ কমিটির নেতা স্যার গ্রাহাম ব্র্যাডি, আজ সকালে জানিয়েছেন যে তিনি আস্থা ভোটের আহ্বান জানিয়ে ৫৪টিরও বেশি চিঠি পেয়েছেন।
এই আস্তাভোটে মিঃ জনসন বিজয়ী হলে, অন্য ভোট হওয়ার আগ পর্যন্ত তার অফিসে এক বছর থাকবেন – যদি না কোন ধরনের নিয়ম পরিবর্তন করা হয়।
রক্ষণশীলদের প্রভাবশালী এমপি জেস নরমেন প্রথম প্রকাশ্যেই জানান দেন যে তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনকে ক্ষমতায় থাকতে সমর্থন করেন না। সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত
|