বন্যার মত মন্ত্রীদের পদত্যাগ যা অবশেষে তাকে পদ থেকে সরে যেতে বাধ্য করেছে, মন্ত্রীদের সে পদত্যাগকে তার দলের ভেতরে পশুর দলবেঁধে
চলার মতই শক্তিশালী উল্লেক করে বলেন প্রথম ভেড়া যেদিকে যাবে বাকীরা সেদিকেই যাবে। রক্ষণশীলদের দল এ নিয়মেই চলে আসছে!
তিনি তার ইচ্ছার বিষয়ে নিশ্চিত করেছেন যে যতদিন পর্যন্ত দল পছন্দ করে দলের পরবর্তী নেতৃত্বকে বাছাই করে নিয়ে আসতে না পারছে ততদিন পর্যন্ত তিনিই পদে থাকবেন। তবে দলের ভেতর থেকে তিনি খুবই বিরুধীতার মুখে আছেন। দলের ভেতরে তার বিরুধীগন চান অতি তারাতারি একজন মধ্যবর্তী নেতা আসুক এবং বরিস জনসন যেনো বিদায় নেন।
প্রধান মন্ত্রীত্বে টিকে থাকার জন্য তিনি সকল শক্তি দিয়ে চেষ্টা করেছেন উল্লেখ করে বরিস জনসন নিজেই বলেন, দেশের ১৪ মিলিয়ন মানুষ তাকে ভোট দিয়ে এ পদে বসিয়েছিল। যার জন্য তিনি টিকে থাকার প্রচেষ্টাকে তার দায়ীত্ব বলেই মনে করেছেন।
সংবাদ মাধ্যম এপোল নিউজ থেকে সংগৃহীত
|