1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জুয়া খেলা থেকে ৭ জুয়ারি আটক - মুক্তকথা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

জুয়া খেলা থেকে ৭ জুয়ারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৫৮ পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রাজনগর থানার এসআই সুমন চন্দ্র হাজরা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আমিনাবাদ চা বাগান এলাকার ৫ নং লাইনের রাবার বাগান থেকে দেলোয়ার হোসেন (৩৪), শামীম আহমদ (২৫), গোপেশ পাল (৪৮) রাধাশ্যাম রবিদাস (২৫), জিতেন বাউরী (২৮), সুমন মিয়া(২২) এবং লয়েস আহমেদ (৩২) নামে ওই ৭ জনকে আটক করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশ মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, এসময় তাদের কাছ থেকে ৫২ টি তাস ও নগদ ১৮৩০ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অন্য এক অভিযানে এএসআই সান্টু চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় এনজিআর ৭২৬/২০(এসএমপি) এর ওয়ারেন্টভুক্ত আসামি সনজিতকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT