1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লণ্ডনে জাতীয় শোক দিবস, সিলেট মেয়রের সম্বর্ধনা ও ইউকে বিডি'র পথ চলার ৩ বছর - মুক্তকথা
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

লণ্ডনে জাতীয় শোক দিবস, সিলেট মেয়রের সম্বর্ধনা ও ইউকে বিডি’র পথ চলার ৩ বছর

কার্ডিফ থেকে জেসমিন মনসুর॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৮৯১ পড়া হয়েছে

ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম হত্যাবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ইউকে ওয়েলস আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম হত্যাবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল কাডিফের একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরোজ আহমদ বলেন ‘৭৫ এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একজন রাষ্ট্র প্রধানকে হত্যা বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রকে হত্যা করার একটি ষড়যন্ত্র।

তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিগত সরকারের আমলে হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করালেও হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের এখনও বিচার করা হয়নি। জাতিকে পুরাপুরি কলঙ্কমুক্ত করতে হলে এই ষড়যন্ত্রকারীদের নেপথ্য কুশিলবদের বিচারের মাধ্যমে মুখোশ উন্মোচন করা সবচেয়ে জরুরি।

 

 

 

তিনি আরও বলেন, তারা গণতন্ত্র সমাজন্ত্র ধর্মনিরপেক্ষতা দর্শন ধ্বংসের ষড়যন্ত্রের অংশ ছিল। ইতিহাসের এমন কলঙ্কজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্য বাকী অপরাধীদের বিচার অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি চিন্তা-চেতনা এবং গৃহীত সকল সিদ্ধান্তই চৌকশ আর নিপুণ উল্লেখ করে মোঃ ফিরোজ আরও বলেন যে, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দেশের সকল নাগরিকের চিন্তা-ভাবনাও নিপুণ হতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগকে পূণরায় ক্ষমতায় আনতে দেশে বিদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বর্ষিয়ান এই নেতা।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের জাতীয় শোক দিবস পালন

শোকাবহ ১৫ই আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ‘গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন, বাংলাদেশ’ ইউনিটের পক্ষ থেকে গতকাল এক ভ্যাচূয়ালি আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।

 

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন-এর বাংলাদেশ ইউনিটের ইউনিট সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ এম বদরোদ্দোজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মহিব উদ্দিন ও সহ সভাপতি মোহাম্মদ শামস্ উল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অরুপ রতন চৌধুরী, আব্দুল মোনায়েম নেহরু, এনামুল হক চৌধুরী জালাল, প্রফেসার ডা.মামুন আল মাহতাব সপ্নীল, কোষাধ্যক্ষ জিসনু রায় চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো:শামিম আলম কোরেশী, বদরুল ইসলাম সুয়েব, মো: এ বি সিদ্দিক, মো: মুক্তাদীর ইবনে সালাম, ড.সৈয়দ শাহ এমরান সহ দেশে বিদেশে বসবাসকারী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভার একমাত্র আলোচ্য বিষয় শোক দিবসের আলোচনায় সকলে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারন ও সপরিবারে ঘাতকদের হাতে শহীদ সকল শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সিলেট সিটির মেয়রকে লন্ডনের রেডব্রিজের মেয়র এর সংবর্ধনা প্রদান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বৃটেন সফরকালে লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র জোৎস্না ইসলাম এর আমন্ত্রণে কাউন্সিল চেম্বার টাউন হলে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র জোৎস্না ইসলাম সহ অন্যান্য কাউন্সিলারবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে স্বাগত জানানো সহ ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিল লিডার জাসওয়াল, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার কায়ার চৌধুরী, কাউন্সিলার ফয়জুর রহমান, কাউন্সিলার সায়মা ইসলাম, কাউন্সিলার লুতফা রহমান, কাউন্সিলার সাইকুল ইসলাম, কাউন্সিলার শাহ আলী, কাউন্সিলার কবির মাহমুদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, মহিলানেত্রী নাসিমা রহিম, ওয়েলস গ্রেটার সিলেট কাউন্সিল এর সাধারণ সম্পাদক রকিবুর রহমান, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত সবাইকে আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন এবং লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র জোৎস্না ইসলাম সহ সকলকে সিলেট সিটি কর্পোরেশনে ভিজিট করার আমন্ত্রণ জানান।

ইউকে বিডি টিভি : পথ চলার তিন বছর

ইউকে বিডি টিভির পথ চলার তিন বছর, ভার্চ্যুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ইউ কে বিডি টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “পথ চলার তৃতীয় বছর” শীরনামে বিগত ৩১ জুলাই এক বিশেষ ভার্চ্যুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউ কে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার খায়রুল আলম(লিংকন) এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বৃটেনের বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এর পক্ষ থেকে হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড.নুরুন্নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ সালাম ও ইউকে বিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ইউকে বিডি টিভির প্রিয়মূখ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা হেলেন ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলামের যৌথ উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন, তাজুল ইসলাম, নওশিন মনজুর, রিদম হাসান, পাপ্পু আহমদ, সাদিয়া রহমতুল্লাহ ইসরাঈল, সিরাজি খান, সুহেল তালুকদার, মনোয়ারা সুলতানা ও টিটু আহমদ সহ অন্যান্য শিল্পীরা।

 

 

আলোচনা সভায় বক্তারা ইউকে বিডি টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ ইউকে বিডির বোর্ড অব ডিরেক্টরবৃন্দকে ও ইউকে বিডি টিভির পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল বাংলার আলোর মিছিল এগিয়ে নিতে ও বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকে বিডি টিভি আগামীতেও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত সহ ইউকে বিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলার সফলতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, ইউকে বিডি টিভি তিন বছরের পথ চলায় নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করার মাধ্যমে দেশীয় সংস্কৃতি, কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের তুলে ধরায় খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করেন।

সমাপনী বক্তব্যে ইউকে বিডি টিভির ফাউন্ডার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও এখানকার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকে বিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময়।

উল্লেখ্য যে, ২০২০ সালের ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে ইউকে বিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। ইউকে বিডি টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন একাধিক মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT