পৃথিবী থেকে চিরবিদায় নিলেন বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ের। বার্ধক্যজনিত নানান জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৭৮বর্ষী এই ফুটবল খেলোড়ী।
জার্মানির হয়ে খেলোয়াড় ও ক্রিড়াশিক্ষকের ভূমিকায় দু’টি বিশ্বকাপ জেতা কাইজারের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিশ্ব ফুটবলে মাত্র তিনজনের কীর্তি রয়েছে খেলোড়ী এবং ক্রিড়া শিক্ষক হিসেবে বিশ্বকাপ জেতার। তাঁদের মধ্যে একজন জার্মানির কিংবদন্তি ফুটবল খেলোড়ী ফ্রাঞ্জ বেকেনবাওয়ের। ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন বেকেনবাওয়ের। জার্মানি ফুটবলের দৃশ্যমান প্রতিমূর্তি। দেশের নির্ধারিত পোষাকে ১০৪টি সাজের খেলা খেলেছেন। ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট জার্মানি(জার্মানি)। তার ১৬ বছর পর কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন তিনি।