সবক’টি উপজেলায়
একলাখ “উইফি হটস্পট” স্থাপন করা হবে
“একটি ল্যাপটপ একটি স্বপ্ন” প্রকল্পের আওতায় প্রত্যেকটি ছাত্র-ছাত্রী বিনামূল্যে একটি করে ‘ল্যাপটপ’ পাবে। একই সাথে দেশের ৭টি বিভাগের প্রত্যেকটিতে একটি করে ‘ভোকেশনেল ইন্সস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হবে। শুধু কি তাই, আরো আছে। নব প্রতিষ্ঠিত এসকল ভোকাশনেল ইন্সষ্টিটিউটের থাকবে মোট ১লাখ “উইফি হটস্পট”। দেশের সবক’টি উপজেলায় এ “হটস্পট”গুলি স্থাপন করা হবে, যা তৃণমূল পর্যায়ে নির্ভুল ও নিখরচায় ‘অন্তর্জাল'(ইন্টারনেট) সেবা নিশ্চিত করবে।
এ প্রকল্পের কাজও শুরু হয়ে গেছে বলে অন্তর্জাল সূত্রে জানা গেছে। সূত্র: অন্তর্জাল(ইন্টারনেট)