1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপজেলা কৃষক ফ্রন্টের মিছিল ও স্মারকলিপি - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

উপজেলা কৃষক ফ্রন্টের মিছিল ও স্মারকলিপি

রাজনৈতিক প্রতিবেদক
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৯ পড়া হয়েছে

কৃষক ফ্রন্ট মৌলভীবাজার সদর উপজেলা শাখার
সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান

আজ ২৯ অক্টোবর’২৪, মঙ্গলবার দূপূর ১২ ঘটিকায় মৌলভীবাজার কুসুমবাগ পয়েন্টে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার সদর উপজেলা শাখার সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। কৃষক ফ্রন্ট সদর উপজেলা সংগঠক বাদল দাসের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা খছরু চৌধুরী, বাসদ জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে কুসুমবাগ থেকে মিছিল সহকারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর উপজেলা সংগঠক বাদল দাস স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখিত সাত দফা দাবিসমূহ:-

১। অবিলম্বে ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও হামরকোনা এলাকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ কর।
২। প্রান্তিক কৃষক ও ক্ষেতমজুরদের সারাবছর স্বল্পমূল্যের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
৩। অবিলম্বে ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্ষিজোড়া এলাকার সালামি টিলায় অবস্থিত মুরগীর খামারের আধুনিক পদ্ধতিতে বর্জ্য নিষ্কাশনে মালিককে বাধ্য করতে হবে। অন্যথায় জনবসতি এলাকা থেকে মুরগির খামার অপসারণের উদ্যোগ নিতে হবে।
৪। আগামী বোরো মৌসুমের পূর্বে কৃষকদেরকে সুদ মুক্ত কৃষিঋণ দিতে হবে এবং ঋণগ্রস্ত কৃষকদের ঋণের সুদ মওকুফ করতে হবে।
৫। যে সমস্ত কৃষকেরা শাক-সবজির চাষ করেন তাদেরকে ব্যক্তিগত জামানতে শস্য ঋণ দিতে হবে। একই সাথে তাহা প্রতি ইউনিয়নে ব্যাপক মাত্রায় প্রচারের আওতায় আনতে হবে।
৬। বিনামূল্যে জন্ম-মৃত্যু নিবন্ধনের সনদপত্র প্রদানের জন্য উপজেলার সকল ইউনিয়ন পরিষদকে নির্দেশ প্রদান করতে হবে।
৭। প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ঔষধ ও সার্বক্ষণিক ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT