মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুরে দু’দিনব্যাপী ২৬তম চৈত্রমেলা সম্পন্ন হয়েছে। নয়বাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতি ও চৈত্রমেলা উদযাপন কমিটি আয়োজিত মেলার সমাপনী দিন শনিবার (১২ এপ্রিল) রাত ১০ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র এর মাধ্যমে সমাপ্তি ঘটে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান।
চৈত্রমেলা উদযাপন কমিটির সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ লোকমান এর সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সেলিম চৌধুরী, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, নূরুল মোহাইমীন মিল্টন, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশাহ, ইউপি সদস্য এম এ মুহিত, বিএনপি নেতা জুনেদ আহমদ প্রমুখ।
সভায় আয়োজকরা জানান, পূর্বের ধারাবাহিকতায় আবহমান বাঙালির সংস্কৃতিকে ধারন করার প্রত্যয়ে এবছর ২৬ তম চৈত্রমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও বিলুপ্তপ্রায় দেশীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।