শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শহরের পথশিশু ও সুবিধাবঞ্চিত প্রায় ২০০ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে শহর ও শহরতলীর পথশিশু ও গরীব অসহায় মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা উন্নত মানের খাবার পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
খাবার বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য বেলাল হোসেন, নিলয় রশিদ তন্ময়, শেখ তানভীর, ইমরান আহমেদ হৃদয়, মকবুল হোসেন, রুহিন, সাফরান সাদি, মাফি, সজিব মিয়া, নাভিন, শাহার আলম, সাব্বির, ফাহিম, হায়দার আলী, তৌহিদুলসহ আরও অনেকে।
গ্রুপের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকে শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের সদস্যগন সমাজের নানা কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ করছে। এর মধ্যে রয়েছে, ২৪শে স্বৈরাচার পতনে শহরের যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সমসাময়িক সামাজিক ইস্যুতে কাজ করা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন গ্রুপের নেতৃবৃন্দ।
শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতির ভোটার তালিকা হালনাগাদ করা ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন স্থগিত করার আবেদন করেছেন সমিতির একজন সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগপত্রে তিনি বলেন, ঘোষিত নির্বাচন কমিশনের ক্রমিক নং ১, ২, ৫, ৬ ও ৭-এর সদস্যরা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন ২০২৫ পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি এম আর খান চা বাগানের স্বত্বাধিকারী৷ নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান প্রফেসর রফি আহমেদ চৌধুরী, তিনি শ্রীমঙ্গল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ৷ নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকি, তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক৷ কমিশনার মোহাম্মদ ইয়াকুব আলী, তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য৷ কমিশনার আশরাফুল ইসলাম কামরুল, তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী৷ কমিশনার এ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, তিনি মৌলভীবাজার জজ কোর্টের নোটারী পাবলিক৷ কমিশনার অয়ন চৌধুরী, তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷
আবেদনে তাজ উদ্দিন আরও উল্লেখ করেন, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি তৎকালীন কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থনে নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন।
ভোটার তালিকার বিষয়ে অভিযোগ এনে আবেদনে উল্লেখ করে বলেন, ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১১৩৩ জনে। অথচ যথাযথভাবে ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা আড়াই থেকে তিন হাজার হওয়ার কথা। বর্তমান ভোটার তালিকা অসম্পূর্ণতা ও পক্ষপাতমূলক বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটার তালিকা হালনাগাদ না করে অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে এই সময়ে নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে।
এ অবস্থায় তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার দাবী করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন জানান, নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন পেয়েছি। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হবে।
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখা। একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
![]() |
গেলো মঙ্গলবার(১২ জুলাই) দুপুরে শ্রীমঙ্গলের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সভাপতি মোঃ এহসানুল হক(এহসান বিন মুজাহির)।
লিখিত বক্তব্যে এহসানুল হক বলেন, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক সিদ্ধান্ত।
তিনি আরও জানান, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাইয়ের পরিপত্রের মাধ্যমে এসব শিক্ষার্থীদের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা বর্তমান বৈষম্যবিরোধী সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। গত ১৭ জুলাইয়ের প্রাথম শিক্ষা অধিদপ্তরের পরিপত্রটি বাতিল করে প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে সে বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আলী আহমদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকগন।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে রাজনগর, জুড়ীসহ বিভিন্ন উপজেলাতেও উপজেলা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি জমা দেওয়া হয়।