ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে
মৌলভীবাজারে ‘আপ বাংলাদেশ’এর মানববন্ধন
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ইউনাইটেড পিপল বাংলাদেশ-আপ বাংলাদেশের আয়োজনের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মৌলভীবাজার শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আপ বাংলাদেশের জেলা আহবায়ক শিবলু মিয়া, যুগ্ন আহবায়ক মাসুম মিয়া, পাপিয়া মইনু তমা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাইম কিবরিয়াসহ অনেকে। মানববন্ধনে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানানো হয়।