মৌলভীবাজারের জেলা প্রশাসকের বিরুদ্ধে
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের
প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের জেলা প্রশাসকে মোঃ ইসরাইল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজার।
শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী মম’র সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালেহ আহমদ সুমনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন একজন সৎ দক্ষ ও ইনসাফ পরায়ন মানুষ। তিনি রাত জেগে মানুষের কথা চিন্তা করে তার স্টাফদের নিয়ে অফিসে বসে কাজ করেন। তার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
মানববন্ধনে তার বিরুদ্ধে করা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তব্য দেন, বিএনপি নেতা মতিন বক্স, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, জজ কোটের আইনজীবী এডভোকেট বকশি জুবায়ের, এডভোকেট আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, এডভোকেট ফয়সাল মিয়া, ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সাহাব উদ্দিন বাবলু, কাজী মুনজের আহমদ সহ অনেকে।