1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ সপ্তাহের কমলগঞ্জ... - মুক্তকথা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

এ সপ্তাহের কমলগঞ্জ…

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

কবি নজরুলের স্মৃতি ফলক ও পাঠাগার সংস্কার


মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতি ফলক ও লাইব্রেরীর সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে চত্বরে জাতীয় কবি নজরুলের নব নির্মিত স্মৃতি ফলক এবং লাইব্রেরি সংস্কার এর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ গণমহাবিদ্যালয় অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নেছা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহমেদ, প্রভাষক জয়দ্বীপ পাল সংগ্রাম, প্রভাষক শিপ্রা সরকার, প্রভাষক শিউলি চন্দ, প্রভাষক সনজু কুমার সিংহ, প্রভাষক হামিদা খাতুনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

 


নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত


‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিত অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রামভজন কৈরী। সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন শমশেরনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইসতিয়াক আহমদ সুমন, ফিরোজ আব্দুল্লা, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বাংরাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ডা: : ডা: প্রিয়তোষ সূত্রধর জনি, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, শিক্ষক গোপাল গোয়ালা প্রমুখ।

আলেঅচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তাদের উন্নয়নের মূল স্রোতে টানতে হবে। তাদের মেধা ও শ্রম দিয়ে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভূমিকা রাখুক।


নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের দশ দিনের কর্মবিরতি শুরু


মৌলভীবাজারের কমলগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মচারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে অবস্থান ও কর্মবিরতি পালন শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ, আমিরুন নাহার চৌধুরী, মো. সোহেল খাঁন, মাইকেল দেবনাথ, পরিবার কল্যাণ সহকারী শ্রাবণী কৈরী, শামীম আরা সম্পা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের দাবী এক দফা। পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মবিরতি। নিয়োগবিধি বাস্তবায়নের জন্য দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে। বর্তমান সরকারের কাছে পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের জন্য জোর দাবী জানান আন্দোলনকারীরা।

পরিবার পরিকল্পনার পরিদর্শক সালাহ্উদ্দিন বলেন, আমরা ৩৩ হাজার ৭১০ জন সারা দেশে কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও নিয়োগবিধি বাস্তবায়নের হয়নি। তিনি অভিযোগ করে বলেন, একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় বিগত ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। নিয়োগবিধি বাস্তবায়নের দাবী মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT