1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চৈতির সোনা জয় - মুক্তকথা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

চৈতির সোনা জয়

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে মোঃ কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে

বাংলাদেশের চৈতির সোনা জয়


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রাণী দেব দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে জ্যাভেলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। চৈতির সাফল্য শুধু ব্যক্তিগত মাইলফলক নয়; এটি বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের জন্য এক অর্জন।

প্যারালিম্পিক গেমসে “জেভলিন থ্রো”তে ব্রোঞ্জ মেডেল পেয়েছে বলে প্রথমে ঘোষণা আসে। পরে তার ফলাফলকে চ্যালেঞ্জ করা হলে সেটি পরিবর্তন হয়, অতঃপর সে “গোল্ড মেডেল” অর্জন করে দেশের মান উজ্জ্বল করে। চৈতী যেন এক বিস্ময়।

এবার বিশ্ব প্যারা অলিম্পিক গেমস ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে “দুবাই”য়ে। আজ থেকে শুরু এ গেমসে আমাদের শ্রীমঙ্গলের ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী “চৈতী” বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) ২০২৫ জাতীয় যুব প্যারা গেমস চলাকালে কঠোর প্রতিভা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে চৈতির সম্ভাবনা শনাক্ত করে।

চৈতি এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। যেখানে প্রশিক্ষকরা তার দক্ষতা শানিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রস্তুতি নিশ্চিত করতে নিবিড়ভাবে সহায়তা করেন। এই পরিকল্পিত ও কাঠামোবদ্ধ প্রস্তুতি চৈতির প্রাকৃতিক প্রতিভাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এনপিসি বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, ‘চৈতির অর্জন প্রমাণ করে—প্রতিভার প্রাথমিক শনাক্তকরণ, পদ্ধতিগত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্যারা অ্যাথলেটদের প্রতি নিয়মিত বিনিয়োগ অপরিহার্য। যথাযথ লালন-পালন, আধুনিক সুবিধা ও উচ্চমানে প্রশিক্ষণ নিশ্চিত করা হলে বাংলাদেশের আরো বহু প্যারা অ্যাথলেট বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।’

অভাবনীয় এই সাফল্যে আবেগাপ্লুত হয়ে ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী বলেন, চৈতী শুধু শ্রীমঙ্গলের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। আজ থেকে দশরথ পরিবারের নামটি শুধু দেশের নয় সারা বিশ্বের মানচিত্রে তুলে দেওয়ায় তাকে নিয়ে আমাদের গর্বের যেন শেষ নেই । এগিয়ে যাও চৈতী। আমরা সকলে প্রতি মুহূর্তে শুধুই তোমার সাথেই আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT