ভূয়া আত্মঘাতি বেল্ট দেখিয়ে মিশরী বিমানের একটি আভ্যন্তরীণ ফ্লাইটকে অপহরণকরে সাইপ্রাসে অবতরণে বাধ্য করে সেইফ এলদিন মোস্তাফা নামক এক মিশ্রি অপহরণকারী।
ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ২৯শে মার্চ সাইপ্রাস সময় ৮ঘটিকায়। তার মনের ইচ্ছা এ খবর লিখা পর্যন্ত পুরোপুরি জানা যায়নি তবে সাইপ্রাসের প্রেসিডেন্ট বলেছেন ঘটনাটি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয়। আরেক পক্ষ বলেছেন মোস্তাফা মানসিকভাবে অসুস্থ!
অপহরণকারী নিজেকে পুলিশের কাছে সমর্পণ করে এবং সকল আরোহীদের কোন ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে মুক্ত হয়ে বিমান থেকে বেরিয়ে আসার মধ্য দিয়ে বিমান অপহরণ নাটকের সমাপ্তি ঘটে।
সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রী লোয়ান্নিচ কাসউলাইদস বলেন এক লম্বা অযৌক্তিক ফিরিস্তির দাবী জানানোর আগে মোস্তাফা প্রাথমিকভাবে তার প্রাক্তন সাইপ্রিয়ট স্ত্রী’র সাথে আলাপ করতে চায়, যাকে পুলিশ বিমান বন্দরে নিয়ে আসে।
কায়রো পুলিশ মোস্তাফার আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে।
পূর্বাহ্নে, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস এনাসতাসিয়াদস এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে হেসে হেসে বলেছিলেন-“সর্বত্র সকল কাজেই একজন মহিলা জড়িত থাকে।”