1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এখন থেকে সন্ধ্যায়ও ডাক্তার দেখাতে পারবেন - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

এখন থেকে সন্ধ্যায়ও ডাক্তার দেখাতে পারবেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৭৭১ পড়া হয়েছে

বড় আকারের লাল তারকা চিহ্নিত স্থানগুলোতে সন্ধ্যাবেলায়ও ডাক্তার পাওয়া যাবে

মুক্তকথা: লন্ডন, শুক্রবার ৯ই অগ্রহায়ণ ১৪২৩।।

এখন থেকে সন্ধ্যাবেলার দিকেও ডাক্তার দেখাবার ব্যবস্থা চালু হয়েছে কেমডেনে। এ বছরেরই জুন থেকে এই সেবা কাজ শুরু হয়েছে বলে কেমডেনের সরকারী মুখপত্র “কেমডেন” এ খবর দিয়েছে। অবশ্য ওই খবরে, কোন কোন ঠিকানা থেকে এই সেবা পাওয়া যাবে তা তারা উল্লেখ করেননি। তাদের কাছ থেকে ফোনে যোগাযোগ করে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

সাধারণতঃ বিকেল সাড়ে ৬টার পর আনুষ্ঠানিকভাবে সাধারণের ডাক্তারখানাগুলো বন্ধ হয়ে যায়। এখন থেকে সন্ধ্যার দিকে ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে। যে সব ব্যক্তি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারনে দিনের বেলায় ডাক্তার দেখাতে পারেননা। বিশেষ করে তাদের জন্য এটি একটি ভাল সুযোগ আর এই সুযোগ করেছে কেমডেন বরো কাউন্সিল। এই বছরেরই গত জুন থেকে এ সেবাদান কর্মসূচী শুরু হয়েছে একটি বিশেষ ব্যবস্থা হিসাবে। রোগীরা নিজেদের সুবিধেজনক সময়ে যাতে ডাক্তারী পরামর্শ নিতে পারে এবং বিশেষ করে সন্ধ্যার সময় যাতে ডাক্তার পাওয়া যায় সে লক্ষেই লন্ডনের কেমডেন বরো কাউন্সিল এ ব্যবস্থা করেছেন। কেমডেনের যে কোন বাসীন্ধা এখন থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সন্ধ্যা ৬.৩০টা থেকে ৮টা অবদি নির্দিষ্ট ৩টি ঠিকানায় ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন।

বৈকালিক পরামর্শের এই ডাক্তারখানাগুলো হলঃ- 

দক্ষিন কেমডেন স্বাস্থ্যকেন্দ্র, এনডব্লিউ১ ২পিএল {(ইউষ্টন ষ্টেশনের নিকটে) 
(South Camden Centre for Health, NW1 2PL (near Euston Station)}, 

‘হেম্পস্টিড গ্রুপ প্রেক্টিস’, এনডব্লিউ৩ ২কিউইউ {(রয়েল ফ্রি হাসপাতালের কাছে) 
(Hampstead Group Practice, NW3 2QU) (near the Royal Free Hospital)},
পশ্চিম হেম্পস্টিড চিকিৎসা কেন্দ্র, এনডব্লিউ৬ ১টিপি {(পশ্চিম হেম্পস্টিড টিউব ষ্টেশনের কাছাকাছি)
(West Hampstead Medical Centre, NW6 1TP) (nearly near West Hampstead Tube)}

নতুন করে ব্যবস্থা করা এই সময়ে কেউ ডাক্তারের সাথে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য তাদের নিজস্ব ‘জিপি’র সাথেও যোগাযোগ করতে পারেন। ‘জিপি’গন এই সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন বলে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT