ফরহাদ হোসেন।। রাজনগর: শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪২৩।। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ৪ জন মহিলাকে ‘জয়িতা’ সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখার জন্য ডা. ফাদিলা আহমেদ তিন্নিকে, সফল জননীর জন্য গৌরী রাণি সেনকে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করার জন্য ফাহিমা আক্তারকে ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য সেলিনা বেগমকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এর আওতায় শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আছকির খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, রাজনগর ডিগ্রি কলেজের প্রভাষক শাহানারা রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার প্রমুখ।