মুক্তকথা: লন্ডন।। গত ২৪ মার্চ আসামের গুয়াহাটিতে নতুন কূটনৈতিক মিশন চালু হয়। এটি আসাম, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও নাগাল্যান্ড প্রদেশে কনস্যুলার সার্ভিস প্রদান করবে। গুয়াহাটিতে চালু হওয়া ওই কূটনৈতিক মিশনের প্রধান সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুর্শেদকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল। শুক্রবার মুখ্যমন্ত্রীর কার্যালয় জনতা ভবনে তার সঙ্গে দেখা করেন সহকারী হাইকমিশনার।
বৈঠকে সহকারী হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষ ও অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে চায় এবং এখানে নতুন হাইকমিশন প্রতিষ্ঠা হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার সরকারের ইচ্ছার প্রতিফলন।
দুই সরকারের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ বলেন, তার কার্যালয় গুয়াহাটিতে প্রতিষ্ঠিত হাইকমিশনারের সঙ্গে সহযোগিতায় প্রয়োজনীয় সবকিছু করব। খবর ও ছবিসূত্র -ইত্তেফাক