মুক্তকথা, লন্ডন: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপনের কাজ চলছে। আজ শনিবার রাত ১০টা থেকে ভাস্কর্য বসানোর কাজ শুরু হয়েছে বলে পত্রিকান্তরে জানা গেছে। ভাস্কর মৃণাল হক সংবাদপত্রকে এ তথ্য জানিয়ে বলেছেন যে তিনি নিজে ঘটনাস্থলে থেকে পুনঃস্থাপনের কাজ খেয়াল রাখছেন। সংবাদপত্র থেকে জানা গেছে সংবাদ সংগ্রহের জন্য অ্যানেক্স ভবনের সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
চলতি বছরের ফেব্রুয়ারী থেকে এ ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারণের দাবীতে হেফাজতে ইসলাম বিভিন্ন নমুনায় আন্দোলন চালিয়ে আসছিল। ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর কাজ শুরু হয়।
জানা গেছে মূর্তি অপসারণের এ নির্দেশ স্বয়ং সুপ্রিম কোর্ট প্রশাসনের নিজের। এছাড়াও সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনলাগোয়া জাদুঘরের সামনে বর্তমানে স্থাপন করার বিষয়টিও সুপ্রিমকোর্ট প্রশাসনের জানাজানিতে আছে।