লন্ডন: সর্বশেষ ৮জুন শেষ রাত অবদি যে ফলাফল টিভি’তে প্রচার করা হয়েছে সেই ফলাফল অনুসারে বৃটেনের শ্রমিক দল মোট আসন পেয়েছে ২২৩টি এবং রক্ষণশীল দল পেয়েছে ২২৯টি। তাদের সাথে আরো যারা বৃটিশ সংসদে কিছু আসন পেয়েছেন সে দলগুলি হলো এসএনপি, লিবারেল ডেমোক্রেট ও ডিইউপি। শেষ রাত অবদি ফল ঘোষিত গণনায় এসএনপি পেয়েছে ৩১টি আসন, লিবারেল ডেমোক্রেট পেয়েছে ১০টি আসন এবং অন্যান্যরা পেয়েছে মোট ১০টি আসন।
ইতিপূর্বে ‘এক্জিট পল’এ নির্বাচনের ফলাফল বিষয়ে যে ধারণা দেয়া হয়েছে তাতে দেখা গেছে জেরেমি করবিনের শ্রমিকদল প্রায় ২৬৫টি আসন লাভ করতে পারে বলে অনুমান। এরই পাশে সরকার দল বা রক্ষণশীলরা পাবে ৩২২টি আসন বলে ‘এক্জিট পল’এর অনুমান।
গার্ডিয়ান লিখেছে, তেরেশা মে’কে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জেরেমি করবিন।