মুক্তকথা সংগ্রহ।। গাড়ী তল্লাশী করতে চা্ইলে শুরু হয় বাদানুবাদ। ্এক পর্যায়ে পুলিশকে পিস্তল উঁচিয়ে গুলি করতে চেয়েছিলেন। ফলে পুলিশ গুলি চালায়। ফলে তিনি নিহত হন। ্এ্ই তিনি ্আর কে্উ নন, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন দেহরক্ষী অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ্এমন খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক ্আনন্দবাজার পত্রিকা। ঘটনাটি ঘটেছে গত ৩১ জুলা্ই শুক্রবার।
জানাগেছে, ্ও্ইদিনগত রাতে রাশেদ ্ও তার ্একজন সাথী সাহেদুল ্ইসলাম সিফাত টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রা্ইভ হয়ে কক্সবাজারের দিকে যাচ্চিলেন। ্এ সময় টেকনাফ থানার শামলাপুর চেকপোষ্টের কর্মীরা ্একটি বিশেষ কারণে তল্লাশী চালাচ্চিলেন। সেনা সদস্যের পোষাক পরিহিত রাশেদ তার গাড়ী থামান কিন্তু তল্লাশী করতে দেননি। ্আর ্এর জের ধরে্ই গুলি ্ও মৃত্যুর ভয়াবহতা।