1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১০২৯ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন এর কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি জিডিশন সুচিয়াং-এর সভাপতিত্বে ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়ার পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী দিনে আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, লেখক-গবেষক আহমদ সিরাজ, নাগরিক উদ্যোগের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহন রবিদাস।

গত মঙ্গলবার সকালে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। ৩ দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবাসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আশুতাষ দাস, প্রতিদিন প্রজেক্টরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সাইফুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। প্রশিক্ষণে মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সবশেষে প্রশিক্ষণার্থীর মাঝে ব্যাগ ও সম্মানী প্রদান করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT