শোক সংবাদ
॥ রেনুবালা শর্ম্মা ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রাম নিবাসী ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মার মাতা রেনুবালা শর্ম্মা (৮০) শুক্রবার বিকাল ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যায় ধীতেশ্বর গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে প্রয়াত রেনুবালা শর্ম্মার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমীন, সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা: অবনী শর্ম্মা প্রমুখ।
|
দীর্ঘ ১৫ বছর পর ৩০শে সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সম্মেলন হবে
পদ-পদবী দখলে নিতে দৌড়ঝাঁপ
সরব সোশ্যাল মিডিয়া
দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। গত সম্মেলনেকে সামনে রেখে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে গত বুধবার (২৮ আগস্ট) বিকেলে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আসন্ন সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাকে আহ্বায়ক এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতিমূলক একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা আওয়ামীলীগের বহুল প্রতিক্ষিত সম্মেলন অনুষ্টিত হবে। এই সম্মেলনকে ঘিরে এখন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। পদ-পদবী নিজেদের দখলে নিতে স্থানীয় নেতারা কেন্দ্রীয় ও জেলার নেতাদের পাশাপাশি তৃণমূলের কাউন্সিলারদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। কারা কারা হচ্ছেন প্রার্থীত নিয়ে সরব আলোচনা চলেছে। সবচেয়ে বেশি তৎপর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে সরব সমর্থকরা। পদপদবী দাবী করে নিজ নিজ সমর্থকরা ছবি দিয়ে দলীয় ফোরামের দৃষ্টি আর্কষন করছেন কেউ কেউ এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে সম্মেলন সম্পর্কিত ব্যানার-ফেস্টুন ও দেখা যাচ্ছে। প্রার্থীতায় কোন কোন পরিবার থেকে একাধিক প্রার্থী হওয়ার আভাস দেখা যাচ্ছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে পর পর দুইদিনে দুটি শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেখানো হয়েছে কে কত লোক সমাগম করতে পেরেছে। এতে স্পষ্টত আওয়ামীলীগের রাজনীতিতে দুটি গ্রুপের তৎপরতা লক্ষ্য করা গেছে।
এদিকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এই কমিটি দীর্ঘ দিন ধরে রয়েছে। কমিটি দীর্ঘ দিন থাকার পর ও দলকে গোছাতে পারেনি। ৩ বছর পর পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা থাকলে ও দীর্ঘ ১৫ বছর ধরে কোন সম্মেলন হয়নি, এমনকি এই সময়ের মধ্যে উপজেলার কোন ইউনিয়ন কমিটিও গঠন করতে পারেনি। এছাড়া দলের মধ্যে সম্প্রীতির অভাব পরিলক্ষিত হচ্ছে। দলের ভেতরে ভেতরে একাধিক গ্রুপিং এর সৃষ্টি হয়েছে। যার কারনে দলীয় বিভিন্ন কর্মসুচীতে নানা অজুহাতে অনুষ্টানে অনেক নেতৃস্থানীয় নেতাদেরকে অনুপস্থিত থাকতে দেখা যায়। তাই দলের এই অবস্থার পরিবর্তন চাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য নতুন নেতৃত্বের দাবী উঠেছে তৃণমূলে। তাদের দাবীর প্রেক্ষিতে সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের কমিটিতে পরিবর্তন আসছে।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা প্রার্থী হচ্ছেন এ নিয়ে নেতাকর্মীদের মুখে মুখে যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন- সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, সাবেক চেয়ারম্যান আছলম ইকবাল মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিদ্দেক আলী এবং সাধারন সম্পাদক পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন- জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান আজাদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক সাব্বির আহমদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ।
|