কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে
শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কমলগঞ্জ প্রেসক্লাব। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কমলগঞ্জ প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।”
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, পিন্টু দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে দুইশতাধিক শীতার্তদের মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটের এক যুগ পূর্তি উপলক্ষে
শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটের এক যুগ পূর্তি উপলক্ষে শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট প্রাঙ্গনে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স (বিএমআরএ) টরেন্টো, কানাডার আয়োজনে ও মি. ডন এবং মিস ভ্যালরি এর সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
![]() |
বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশের সভাপতিত্বে ও শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি গোপাল বর্মা মনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সমাজসেবী ঝুমা সেন, সমরেন্দ্র সেন শর্মা বাচ্চু, শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজিত পাল, অসীম সাহা, পরিতোষ পাল, লিলেন রায়, চা শ্রমিক নেতা শ্রীকান্ত কানু গোপাল, সীতারাম বীন প্রমুখ।
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১০ টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
![]() |
কমলগঞ্জের কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কোয়াবের সহ সভাপতি মাহবুব ইজদানী ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন, ভানুগাছ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মো. মামুনুর রশিদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সংবাদিক আব্দুস সালাম প্রমুখ।