মুক্তকথা সংবাদকক্ষ।। মারা গেলেন ওমর ফারুক আনসারি। বাঙ্গালী ওমর ফারুখ আনসারি ২০০৯-১০ অর্থ বছরে লণ্ডনের কেমডেন কাউন্সিলের মেয়র হিসেবে দায়ীত্ব পালন করেন। আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২০, সকাল ৫:০০টায় লন্ডনের রয়েল-ফ্রি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সদা হাসির দানশীল ওমর ফারুখ আনসারি খুবই বন্ধু বৎসল ও সদালাপি মানুষ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক সত্তুর বছর। স্ত্রী-সন্তানাদিসহ অনেক বন্ধু-বান্ধব রেখে গেছেন তিনি।
প্রয়াত ফারুখ আনসারির মূল বাড়ী বৃহত্তর সিলেটের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার আইনগাঁও গ্রামে। তিনি সত্তুরের দশকে বৃটেনে আসেন। আশীর দশকে বৃটেনের রাজনীতিতে কেমডেন থেকে সক্রিয় অংশ নেন। ২০০৯-১০ অর্থবছরে কেমডেনের লিবারেল ডেমোক্রেট দল থেকে কেমডেন কাউন্সিলের মেয়র মনোনীত হন।
মানুষের কল্যাণে নিবেদিত ফারুখ আনসারি স্বীয় জেলা বাংলাদেশের ‘হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন’এর জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তার মৃত্যুতে ‘হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে’এর পক্ষ থেকে সভাপতি এম এ আজিজ আনসারির বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।