1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ - মুক্তকথা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৭৫৯ পড়া হয়েছে

লন্ডন: শনিবার, ৮ই পৌষ ১৪২৩।। নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। ভারতের সর্বোচ্চ আর্থিক মূল্যের বেসরকারি তরফের এই পুরস্কার শুধুমাত্র সারা জীবনের সাহিত্যের অবদানের জন্যই দেওয়া হয়ে থাকে। শুক্রবার জ্ঞানপীঠ সিলেকশন বোর্ডের পক্ষ থেকে শঙ্খ ঘোষের নাম ৫২তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিককে পুরস্কৃত করে বাঙালি বিদ্বজ্জন সমাজের মান ও গর্ব দুটোই বৃদ্ধি পেল।

উল্লেখ্য, ১৯৯৬ সালে মহাশ্বেতাদেবী এই পুরস্কার প্রাপকের তালিকায় শেষ বাঙালি ছিলেন। ১৯৬৬ সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা সাহিত্য জ্ঞানপীঠের আলো দেখে। এরপর একে একে পুরস্কৃত হন আশাপূর্ণা দেবী (১৯৭৬), বিষ্ণু দে (১৯৭১), সুভাষ মুখোপাধ্যায় (১৯৯১) আর মহাশ্বেতা দেবী (১৯৯৬)। শঙ্খ ঘোষের সুবিশাল সাহিত্য জগতের সিংহভাগ জুড়ে আছে তাঁর কাব্য প্রতিভা। ‘তুমি তো তেমন গৌরী নও’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘পিঞ্জরে দাঁড়ের শব্দ’, ‘বাবরের প্রার্থনা’ প্রভৃতি কবিতা পাঠকদের ভীষণ নাড়া দিয়ে যায়।(বর্তমান থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT