মৌলভীবাজার, ৩ জুন ২০২১ ইং
মৌলভীবাজারে উঠতি বয়সী তরুণদের মোটরবাইকের দৌরাত্ম কিছুতেই থামছেনা। এ সকল তরুণ উচ্চ শব্দ ব্যবহার করে বেপরোয়া গতিতে ট্রাফিক আইন অমান্য করে পুরো জেলায় দাপিয়ে বেড়াচ্ছে। ট্রাফিক পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে অনেকটা হিমশিম খাচ্ছে। এসকল তরুণের অধিকাংশই প্রবাসীর আলালের ঘরের দুলাল। আবার কেউ কেউ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী। অধিকাংশের মোটর বাইকের নেই রেজিষ্ট্রেশন। আবার কারো কারো নেই ড্রাইভিং লাইসেন্স। দলীয় বড় ভাইদের নাম বিক্রি করে তারা অনেকটা বেপরোয়া। |
এসকল তরুণের অধিকাংশই প্রবাসীর আলালের ঘরের দুলাল। আবার কেউ কেউ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী। |
অধিকাংশ মোটর বাইক নথিভুক্ত নয়(রেজিস্ট্রেশন)। আবার কারো কারো নেই চালানো অনুমোদন(ড্রাইভিং লাইসেন্স)। |
ট্রাফিক পুলিশ বলেছে, এ বছরের প্রথম ৪ মাসে এ পর্যন্ত ২’শ ৮৪টি মামলা হয়েছে। বাইক আটকালে কোনো না কোনো ভাবে তদবির আসেই। অনেকটা বাধ্য হয়ে ছাড়তে হয়। |
এদিকে গত ২৪ এপ্রিল মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী লন্ডন প্রবাসী আব্দুল আহাদ মারা যান। একই দিন জেলার কুলাউড়া উপজেলায় রবিরবাজার সড়কের বড়কাপন এলাকায় পানিবাহী ট্যাংকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুদ্দিন(১৮) নামক এক তরুণ মারা যান। |