মুক্তকথা মন্তব্য।। উলঙ্গ হয়ে খোলা রাস্তায় দৌড়েছেন কিছু আমেরিকান। কিন্তু কেনো এ উলঙ্গ দৌড় তার কোন যুক্তিযুক্ত কারণ আমরা পাইনি। গত ২৮ অগষ্ট প্রভাবশালী ইংরাজী দৈনিক “নিউইয়র্ক টাইমস” এ খবর প্রকাশ করেছে।
‘রন হর্ণ’ নামের একজন বয়স্ক মানুষ এই উলঙ্গ দৌড়ের সংগঠক। তিনি পালমারটনের ‘প্রেটযেল সিটি স্পোর্টস’ মালিকও। খেলার এই কেন্দ্রটি মূলতঃ উলঙ্গ মানুষদের একটি “স্পোর্টস রিজোর্ট”।
‘রন হর্ণ’ এর কথায় মহামারী করোণা’র কারণে মুখ ঢেকে আমাদের বের হতে হয়। কোন উপায় নেই মুখ খুলে আগের মত বের হই। মহামারীর জন্য সকল দৌড়-ঝাঁপ বন্ধ রাখা হয়েছে। যে কয়েকটি হওয়ার কথা ছিল তা’ও বাতিল করা হয়েছে। ভাবলাম মুখ যখন খুলতেই পারবো না তা’হলে নিচের দিক খোলা করে একটি দৌড়ের আয়োজন করেই দেখি না। কেমন হয়! সূত্র: নিউইয়র্ক টাইমস
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |